জেলা প্রতিনিধি,সিলেট :
সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প আশ্রয়ণ কেন্দ্র নির্মাণের সময় যথাযথ ভাবে ভিটা উচু না করায় লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর এলাকার ২০টি ঘর পানিতে তলিয়ে গেছে। ঘরগুলো সুরমা নদীর তীরে হওয়ায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ঘরগুলোতে পানি উঠে যায়। নির্মাণের সময় স্থানীয় জনগণ এই ঘরগুলোর ভিটে উচু করার জন্য বারবার তাগিদ দিলেও নির্মাণকারীরা কোন কর্নপাত করেনি। বর্তমানে তলিয়ে যাওয়া ঘরগুলোর বাসিন্দারা ঘরের ভেতর মাছা তৈরী করে কোন রকমে অবস্থান করছেন।
১৭ আগষ্ট মঙ্গলবার সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, লামাকাজিস্থ মাহতাবপুর এলাকায় স্থাপিত আশ্রয়ণ প্রকল্পের ঘরে বৃষ্টির পানি ঢুকে পড়েছে। ফলে সুবিধাভোগিরা মারাত্মক দূর্ভোগ পোহাচ্ছেন। খবর পেয় পানিতে তলিয়ে যাওয়া ঘরগুলো বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র পরিদর্শন করেছেন। আলাপকালে তিনি জানান, অতিবৃষ্টির কারনে ঘরগুলোতে পানি ঢুকে পড়েছে। বৃষ্টি না হলে ২/১দিনের ভেতরে পানি চলে যাবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি