April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 7:44 pm

বিশ্বের জঘন্যতম পিচ মিরপুরে: জাম্পা

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের আগে মিরপুর শেরেবাংলায় অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে টানা দুই সিরিজ জিতেছে বাংলাদেশ। এতে উইকেটের অবদানই ছিল সবচেয়ে বেশি। মিরপুরের মন্থর ও ঘূর্ণি উইকেট নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। এমন উইকেটে খেলে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ দলের এখন লেজেগোবরে অবস্থা! দৃষ্টিকটু পারফরম্যান্সে একের পর এক ম্যাচ হেরেই চলছে। অজি দলের হয়ে বাংলাদেশে সেই সফরে এসেছিলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। এবার তিনি খোলাখুলি সমালোচনা করেছেন মিরপুর শেরেবাংলার উইকেটের। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জাম্পা বলেন, ‘সেই সিরিজে ঢাকার উইকেট ছিল বিশ্বের জঘন্যতম আন্তর্জাতিক উইকেটগুলোর একটি। যা পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল। আমার মনে হয় না দুবাইয়ের উইকেট এতটা খারাপ হবে।’ বৃহস্পতিবার সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমিতে যেতে হলে পরের দুটি ম্যাচ জয়ের পাশাপাশি অজিদের রানরেটও বাড়াতে হবে। বাংলাদেশ ম্যাচ নিয়ে জাম্পা বলেন, ‘আমরা জানি যে আমরা চাপে আছি। কারণ আমাদের রান রেট তুলনামূলক কম। পরের দুটি ম্যাচ তাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঠিক পরের ম্যাচটাই। আমরা বেশ মনোযোগ দিয়েই বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি খেলতে নামব।’