অনলাইন ডেস্ক :
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সময়ে মারা গেছেন আট হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ৩৪ লাখ চার হাজার ৭০৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৭২৫ জনে ছাড়িয়েছে। এছাড়া একই সময়ে আট হাজার ৭৬১ মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৫৫ লাখ ২৯ হাজার ৪৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ৪৮ লাখ ৯৭ হাজার ৪৩৫ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৪৯ হাজার ১৭২ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৬৫ হাজার ৪৮৪ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ১৩ হাজার ৪৫৮ জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৬৫ লাখ ৮২ হাজার ১২৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৫ হাজার ৩৫০ জনে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২