অনলাইন ডেস্ক :
বিভিন্ন দেশে ওমিক্রন আতঙ্কের মাঝে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ কোটির কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৯৯ লাখ ৬ হাজার ৫৬৯ জন ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৩ লাখ ৯৯ হাজার ৭৮১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি ২২ লাখ ৫৯ হাজার ৭১৬ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ১৬ হাজার ৫৯৭ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৮ হাজার ৭০৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ৩৮ হাজার ২৯৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৮০২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৯ হাজার ৬৮২ জনে।
এছাড়া রাশিয়া মোট আক্রান্তের সংখ্যা এক কোটি দুই লাখ ১৩ হাজার ২৬৫ জন এবং একই সময়ে মোট মৃতের সংখ্যা দুই লাখ ৯৮ হাজার ১৬৫ জনে পৌঁছেছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২