April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 3rd, 2022, 1:32 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৪ কোটি ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ওমিক্রন সংক্রমণের মাঝে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি এক লাখ ৩৫ হাজার ৬৬৯ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৯ লাখ ৭২ হাজার ৪৪০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৭১০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৫৪ হাজার ৫১২ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৫৯৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৪ হাজার ২৪৬ জনে।

এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ৫৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫০ হাজার ২৫৪ জন।