অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৯৫ লাখ ১৬ হাজার ৬২৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬০ লাখ ১৩ হাজার ৮৭৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৩ লাখ ৬৯ হাজার সাত জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৬১ হাজার ৮৪৩ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৯ লাখ ৭১ হাজার ৩০৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ২১০ জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৩ হাজার ১৩৪ জন।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম