অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৮৯০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬০ লাখ ৩৮ হাজার ৯০৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৫ লাখ আট হাজার ৫০৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৬৭ হাজার ১৫৮ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৪১ হাজার ৮৭০ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ১২ হাজার ৭৩৩ জন পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৩৯৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ৮৪৭ জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৩ লাখ ১৩ হাজার ২২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৪ হাজার ৮৪৩ জন।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২