April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 16th, 2022, 1:12 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৫৬ কোটি ৬৩ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ৬৩ লাখ ছাড়াল।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ৬৩ লাখ ৩২ হাজার ১৭৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৮৫ হাজার ৮২৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ১১ লাখ ৭০ হাজার ৫৭১ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৮ হাজার ৬৯৩ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৭ লাখ ১০ হাজার ২৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৬০৪ জনে।