অনলাইন ডেস্ক :
বিশ্ব করোনায় একদিনে এক হাজার ৬৯৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬২ লাখ ৩৫ হাজার ছাড়াল। আগের দিন শনিবার মৃতের সংখ্যা ছিল ৬২ লাখ ৩৩ হাজার ৬২৮ জন।।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ২০৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৩৫ হাজার ৩২৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৬০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৩ হাজার ৭১২ জন।
রাশিয়ায় এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ১৭ হাজার ১৯১ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৬৮ হাজার ৩১৯ জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৭৫ হাজার ৮৬৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ৮০৩ জনে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২