অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে শনাক্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এই পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫৯ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ১৬৬ জন ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৯ লাখ ৪৩ হাজার ৬০৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৯ লাখ ২৯ হাজার ৮৩২ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৪৮ হাজার ২০০ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৯ লাখ ৫ হাজার ৮৪৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৪৮১ জনে।
এদিকে, জার্মানিতে এই পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৫২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন এক লাখ ২২ হাজার ৬৩৯ জন।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২