April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 1:44 pm

বিশ্বে করোনায় মৃত্যু ৬৩ লাখ ৬৪ হাজার ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ৬৩ লাখ ৬৪ হাজার ছাড়াল।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৮৯৯ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৬৪ হাজার ৩৯২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৯৫ লাখ সাত হাজার ৮৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৩ হাজার ৮৭৯ জন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত আট কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৭৯৯ করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশেটিতে করোনা ভাইরাসে মারা গেছেন এক লাখ ৮০ হাজার ৪১৭ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৬৫০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২৪২ জনে।