অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ৬৪৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৫৮ হাজার ৭০৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি দুই লাখ আট হাজার ৭৬৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮২ হাজার ৫৭৬ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ৪২ হাজার ২৭২ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৬৬ হাজার ৭৮৬জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৮৩৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৪১৬জনে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২