ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৩ কোটি ২৮ লাখ ছাড়াল।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ কোটি ২৮ লাখ ১৬ হাজার ৪৬০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৯ লাখ ৩৬ হাজার ৮৭৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৮ লাখ ৮৩ হাজার ১০১ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৪৭ হাজার ৪১৭ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৮ লাখ ৯৪ হাজার ৩৪৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ২২৬ জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৬৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৪৮ হাজার ৪৯৬ জন।
–ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২