অনলািইন ডেস্ক :
মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্টের ছোবলে পুরো বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে এই মহামরিতে মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ১৯ লাখ ৫১ হাজার ৪৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ২৬ হাজার ৪৪৪ জনে।
এখন পর্যন্ত বিশ্বে ৩৭১ কোটি ৩০ লাখ ২৪ হাজার ৬৮৬ ডোজ টিকা দেয়া হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৪২ লাখ ২৬ হাজার ৭৭৬ জন। আর মৃতের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৮৪১ জনে দাঁড়িয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় গত জানিয়েছে, করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৯৫৪ জনে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৬০৪ জনে। যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ভারতের পর করোনা আক্রান্তে দেশটির অবস্থান তৃতীয়।
করোনায় বিপর্যস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ১২ লাখ ১৬ হাজার ৩৩৭ জনে। এছাড়া দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ১৮ হাজার ৪৮০ জনে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২