November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 26th, 2021, 12:47 pm

বিশ্বে করোনা আক্রান্ত ২৪ কোটি ৪০ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের ২৪ কোটি ৪০ লাখ ৩৪ হাজার ৯৮৮ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৯ লাখ ৫৪ হাজার ৫২৭ জনে দাঁড়িয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৯৭১ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৩৭ হাজার ৩১৬ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ পাঁচ হাজার ৮০৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪১ লাখ ৮৯ হাজার ৭৭৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫৪ হাজার ৭১২ জনে।