অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনা আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ৪৫৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫২ লাখ ৪৮ হাজার ৪৯২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৪০ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৮৮ হাজার ২০২ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৫ হাজার ৫৭০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৩৬০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭০ হাজার ৫৩০ জনে।
এদিকে, রাশিয়া হঠাৎ করে করোনভাইরাসের সংক্রমণ বেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯২ লাখ পাঁচ হাজার ৭৯৮ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৭২ হাজার ৪৪১ জন পৌঁছেছে।
এ সময় এক হাজার ১৭৯ জন নতুন মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৬ হাজা ৮১৪ জনে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২