November 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 22nd, 2022, 7:47 pm

বিসিবির নতুন পরিকল্পনা নিয়ে যা বললেন ডমিঙ্গো

অনলাইন ডেস্ক :

কয়েকদিন ধরে চলা আলোচনার বাস্তব প্রমাণ মিললো অবশেষে। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার বদলে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। সংক্ষিপ্ততম ফরম্যাটে এখন তিনিই দলটার দেখভাল করবেন। অন্যদিকে ডমিঙ্গো আগামী ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত শুধু টেস্ট-ওয়ানডের দায়িত্ব সামলাবেন। সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও নজর রাখবেন প্রোটিয়া এই কোচ। নতুন এফটিপিতে ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ পেয়েছে বাংলাদেশ। এসব ম্যাচ ছাড়াও আছে আইসিসির ইভেন্ট। সামনের ব্যস্ত সূচির কারণেই কোচিং স্টাফদের পৃথক করার পরিকল্পনা ছিল বিসিবির। ডমিঙ্গো নিজেও এই পরিকল্পনায় ভীষণ খুশি। সোমবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘পরিকল্পনা খুব পছন্দ হয়েছে। আমি মনে করি, এটা আমাকে টেস্টে এবং পঞ্চাশ ওভারের ক্রিকেটে আরও মনোযোগী করে তুলবে। টি-টোয়েন্টিতে আমাদের কিছু ভালো ফল আছে। আবার কিছু খারাপ ফলও আছে। এটা খুব ভালো দিক যে, আমরা নতুন করে আবার টি-টোয়েন্টির যাত্রা শুরু করতে যাচ্ছি।’ নতুন পরিকল্পনায় খোলা মনে কাজ করতে মুখিয়ে প্রোটিয়া এই কোচ আরও বলেছেন, ‘আমি খুব খোলা মনের। এটা শুধু আমার একার দল নয়। কিংবা আমাকে নিয়েই সব, এমন কিছু নয়। যেভাবে দলের উন্নতি সম্ভব বলে নীতিনির্ধারকেরা মনে করছেন, সেভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাদের সেই সিদ্ধান্তকে সমর্থন করছি। এটা আমাকে আরও সুযোগ দিচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার, যেহেতু পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সামনে আসছে। আমাদের টেস্ট ক্রিকেটেও অনেক কাজ বাকি।’ ডমিঙ্গোর দর্শন আমাদের ক্রিকেটে মানাচ্ছে না-দুইদিন আগে এমন বক্তব্য দিয়েছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার এমন ভাবনায় কোনও মন্তব্য করতে রাজি হননি ডমিঙ্গো, ‘প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত থাকবে। আমি জানি আমার দর্শন কী, আমি জানি আমার কোচিং পদ্ধতি কী। আমার সেসব বিষয়ে মন্তব্য করার কিছু নেই। আমি গণমাধ্যমও খুব একটা অনুসরণ করি না। এজন্য এ বিষয়ে বলার কিছু নেই।’