November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 22nd, 2023, 7:48 pm

বীরোচিত সংবর্ধনা স্পেনের বিশ্ব জয়ীদের

অনলাইন ডেস্ক :

২০১০ সালে কার্লোস পুয়োলদের হাত ধরে এসেছিল বিশ্বকাপ ট্রফি। ১৩ বছর পর এলো আরেকটি বিশ্ব জয়ের স্বাদ, এবার মেয়েদের হাত ধরে। আরেকবার মাদ্রিদের রাস্তা হয়ে উঠলো উৎসবমুখর। সোমবার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন নতুন বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের একমাত্র গোলদাতা ওলগা কারমোনা ছিলেন উৎসবের প্রাণ। বিশ্ব জয়ের আনন্দ উদযাপন শেষ হতেই তাকে শুনতে হয় জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ, অসুস্থ বাবার মৃত্যর খবর জানানো হয় তাকে। দেশে ফিরে ভক্তদের সামনে তাকে আকাশে ছুঁড়ে উদযাপন করেন সতীর্থরা।

ভক্তরাও ‘ওলগা, ওলগা…’ বলে চিৎকার করতে থাকেন। বিজয় মঞ্চে উঠে কারমোনা বলেন, ‘আজ পুরো দেশের জন্য খুবই বিশেষ দিন, কিন্তু আমার জন্য একটু জটিল। গত সোমবার ছিল আমার জন্য মিশ্র আবেগের। একদিক দিয়ে এটা ছিল আমার জীবনের সেরা দিন, তারপর সবচেয়ে খারাপ হলো। দেশকে এই আনন্দ এনে দিতে পেরে আমি সত্যিই গর্বিত। এখন আপনাদের বহুল আকাক্সিক্ষত তারকা পেলেন।’ স্থানীয় সময় মধ্যরাতে বিমান থেকে দেশের মাটিতে পা রাখেন খেলোয়াড়রা। এর তিন ঘণ্টা পর উৎসবের মঞ্চে পৌঁছান তারা ছাদখোলা বাসে করে। মাদ্রিদ রিও পার্কে খেলোয়াড়রা ভক্তদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।