অনলাইন ডেস্ক :
দ্বিতীয় ওয়ানডের মত ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। প্রথম ওয়ানডে ৭ উইকেটের জয়ে সিরিজ ১-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো ভারত। ক্রাইস্টচার্চে ৫০ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক ৩ ওভারে ২১৯ রানে অলআউট হয় ভারত। ওয়াশিংটন সুন্দর ৫১ ও শ্রেয়াস আইয়ার ৪৯ রান করেন। নিউজিল্যান্ডের এডাম মিলনে-ড্যারিল মিচেল ৩টি করে উইকেট নেন। জবাবে ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ রান তুলে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বিশ্বকাপ সুপার লিগের অংশ এ সিরিজ শেষ ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ১৮ ম্যাচে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো নিউজিল্যান্ড। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ-ভারত-নিউজিল্যান্ডসহ ইংল্যান্ড,অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা