November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 22nd, 2021, 8:17 pm

বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী

প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। ছবিটি জুরাইন এলাকা থেকে তোলা।

অনলাইন ডেস্ক :

সকাল থেকে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়ে রাজধানীবাসী। প্রধান সড়কে গণপরিবহনের উপস্থিতিও ছিল কম। মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন অফিসগামীরা। অনেকে বেশি ভাড়া দিয়ে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে রওনা দেন। গতকাল মঙ্গলবার সকাল ৬টার পর বৃষ্টি শুরু হয়। টানা দুই ঘণ্টার বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।

প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। ছবিটি জুরাইন এলাকা থেকে তোলা।

অনেকে মেট্রোরেলের নিচে আশ্রয় নেন। ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক বলেন, সকাল থেকেই বৃষ্টি। রেইনকোট পরেও ভিজে গেছি। একটা খ্যাপ নিয়ে উত্তরা থেকে মিরপুর অপেক্ষা করছি। এদিকে যানবাহন না পেয়ে অনেকেই সময় মত কর্মস্থলে যেতে পৌঁছাতে পারেননি। মোটরসাইকেল চালকরা বেশি ভাড়া দাবি করছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। ছবিটি জুরাইন এলাকা থেকে তোলা।

কাজীপাড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিজান জানান, অফিস টাইম ওভার হয়ে গেছে। একদিকে বাস নেই, আর মোটরসাইকেলে মতিঝিল পর্যন্ত ৪০০ টাকা দাবি করছে। বৃষ্টি মাথায় নিয়েই একটু একটু করে সামনে এগোচ্ছি। রিকশাচালক ও পোশাক শ্রমিকদের অনেককে মাথায় পলিথিন মুড়িয়ে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে দেখা যায়। আবার অনেকেই আশ্রয় নেন বিভিন্ন দোকান ও বাসা-বড়ির নিচে। কেউ কেউ ভিজতে ভিজতেই গন্তব্যে রওনা দেন।

মতিঝিলের আরাম বাগ এলাকায় বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। ছবিটি মঙ্গলবার তোলা।

মিরপুর ১০ নম্বরে আশফাক নামের এক রিকশাচালক জানান, বৃষ্টির দিনে আমাদের ইনকাম একটু বেশি হয়। জ¦র, ঠান্ডাও লাগে। চা আর ট্যাবলেট খাইলে ভালো হয়ে যায়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। মেঘলা থাকতে পারে আকাশ।

বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। ছবিটি জুরাইন এলাকা থেকে তোলা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।