September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 8th, 2024, 8:32 pm

বৃষ্টিতে পরিত্যক্ত হলো নারী দলের ওয়ানডে

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের খেলায় বৃষ্টি যেন নিত্যসঙ্গী হয়ে উঠছে। গত কয়েকদিনে পুরুষ-নারী উভয় দলের ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি। এবার শ্রীলঙ্কায় বৃষ্টিতে ভেসে গেছে ‘এ’ দলের সিরিজের প্রথম ওয়ানডে। বৃষ্টি বাঁধায় ম্যাচে টসও করা যায়নি। পানাগোডার আর্মি গ্রাউন্ডে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ। দীর্ঘ অপেক্ষার পর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ বাতিল করা হয়েছে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ও শেষ ওয়ানডে আগামীকাল কলম্বোর থুরস্টানে। এরপর রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে যার আয়োজক বাংলাদেশ। বিশ্বকাপ প্রস্তুতি মাথায় রেখে ‘এ’ দল নাম হলেও বাংলাদেশের এই দলটি গড়া হয়েছে মূলত জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েই। এক-দুইজন বাদে সিনিয়র দলে প্রায় সবাই আছেন এই স্কোয়াডে।

তবে ম্যাচ না হওয়ায় প্রস্তুতি নিয়ে হতাশ হতে হলো সবাইকে। বাংলাদেশে নারী বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও গত ৫ আগস্ট সরকার পতনের প্রেক্ষাপটে আইসিসি বিশ্বকাপ সরিয়ে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই তাই শ্রীলঙ্কা সফরে রাখা হয়েছে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি থেকে শুরু করে জাহানার আলম, রাবেয়া খান, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তারদের। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-মারুফারা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। শারজায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচটি।