প্রার্থনা ও গবাদি পশু কোরবানি দিয়ে বৃষ্টি বিড়ম্বনায় বাংলাদেশের মুসলমানরা আজ ঈদ-উল-আযহা উদযাপন করছে। মুসলমানরা আল্লাহর প্রতি হযরত ইব্রাহিমের ভক্তির স্মরণে গবাদি পশু কোরবানি করছে, যেমনটি তার পুত্র ইসমাইলকে ত্যাগ করার জন্য তার প্রস্তুতির দ্বারা চিত্রিত হয়েছে।
সারাদেশে মসজিদ ও ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় যেখানে মুসলমানরা দেশ-বিদেশে শান্তি এবং সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির প্রার্থনা করেন।
তবে আষাঢ়ের মাঝামাঝিতে অনুষ্ঠিত ঈদে নামাজ আদায় এবং পশু কোরবানি দুটোর ক্ষেত্রেই বিড়ম্বনা তৈরি করেছে বৃষ্টি।
ভোররাত থেকে প্রবল বর্ষণ চলছে রাজধানীতে, তবে বৃষ্টির বেগ কিছুটা কমে এলে নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায়ই হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঢাকার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে ঢাকায় জাতীয় ঈদগাহে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের গর-ই-শহীদ বারো ময়দান এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে বিগত বছরের মতো দেশের সবচেয়ে বড় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এ উপলক্ষে টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।
এদিনে হাসপাতাল, জেল, সরকারি এতিমখানা, প্রতিবন্ধী ব্যক্তিদের কেন্দ্র, আশ্রয়কেন্দ্র এবং কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
আরও পড়ুন
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কমতে শুরু করেছে কুড়িগ্রামের নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২