অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চীনের রাজধানী বেইজিংয়ের একটি শপিংমল সিলগালা করা হয়েছে। একইসঙ্গে বেশ কয়েকটি বাড়ির আঙ্গিনায় লকডাউন ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাস শনাক্তের পর লকডাউন, গণশনাক্ত পরীক্ষা ও ভ্রমণ নিষেধাজ্ঞার মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছিল চীন। তবে গত মাসে দেশের বিভিন্ন স্থানে নতুন সংক্রমণের বিস্তার শুরু হলে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেইজিংয়ের কেন্দ্রীয় জেলা চাওইয়াং ও হাইদিয়ানে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। ডংচেং এলাকার রাফলস সিটি নামের একটি শপিংমলে সংক্রমিত এক ব্যক্তি গিয়েছিলেন জানার পর সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। মলটির ভেতরে থাকা সব কর্মী ও গ্রাহকদের শনাক্ত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বেইজিংয়ের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমিত ব্যক্তির কাছাকাছি এসেছেন এমন ২৮০ জনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া চাওইয়াং ও হাইদিয়ানের প্রায় ১২ হাজার মানুষের করোনা শনাক্ত পরীক্ষা করা হয়েছে। নগর সরকারের মুখপাত্র শু হিজিয়ান বলেছেন, ‘এই ক্লাস্টারের প্রাদুর্ভাব একসঙ্গে বিস্তৃত এলাকায় ঘটেছে। এতে অনেক মানুষ সম্পৃক্ত এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন। অনেক কঠিন দিন…প্রাদুর্ভাবের সূত্র দ্রুত শনাক্ত করা প্রয়োজন।’
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু