March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 26th, 2022, 3:19 pm

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে তুলে ধরার আহবান উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেছেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে লেখনীর মাধ্যমে ইতিবাচকভাবে উপস্থাপনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)-এর নবম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন অব্যাহত রাখার আহবান জানান। বেরোবিসাসের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার সকালে ক্যাম্পাসে আনন্দ র‌্যালি ও কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আলমগীর চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ নুরুজ্জামান খান, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাঃ মাহামুদুল হক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী, বেরোবিসাসের সাধারণ সম্পাদক ইভান চৌধুরী, কোষাধ্যক্ষ শিপন তালুকদার, দপ্তর সম্পাদক রুদ্র মাহমুদ জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ জনি প্রমুখ।##