November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 17th, 2022, 7:23 pm

বেনাপোলে ১১২ টি স্বর্ণের বার জব্দ, আটক ২

বেনাপোলের আমড়াখালি সীমান্তে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২ টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় দু’জনকে আটকের দাবি করেছে বিজিবি। বুধবার রাত সাড়ে ৯ টার সময় তাদের আটক করা হয়।

আটক ওমর ফারুক ( ২৭) চাদপুরের মতলব থানার মোবারকপুরের মনুমিয়ার ছেলে এবং ফরহাদ হোসেন (৩২) একই গ্রামের বারেক সরকারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে বেনাপোলের আমড়াখালি সীমান্ত দিয়ে ২ পাচারকারি বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করছে। এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। পরে বিজিবি তাদের অটক করে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে তাদেরও দেহ তল্লাশি করে সেখান থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২ পিছ স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য সাড়ে ১৬ কোটি টাকা।

বিজিবি আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায় জব্দ করা সোনার একটি অংশের মালিক স্থানীয় বড় আচড়া গ্রামের ক্ষীতিষ চন্দ্র্র দের ছেলে অশোক কুমার দে।

অশোক নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত আছেন বলেও বিজিবি জানায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মিনহাজ আহমেদ সিদ্দিকি জানান, ভারতে পাচারের সময় আমড়াখালি সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২ টি স্বর্ণের বার জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বেনাপোল পোর্ট থানায়।

—ইউএনবি