March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 10th, 2023, 8:24 pm

বেনাপোল সীমান্তে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ

যশোরের বেনাপোলে ভারত সীমান্তের ইছামতী নদীর তীরে কাঁদার ভেতর থেকে তিন কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এসময় অভিযুক্ত পাচারকারী ইছামতী নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়।যশোরের বেনাপোলে ভারত সীমান্তের ইছামতী নদীর তীরে কাঁদার ভেতর থেকে তিন কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এসময় অভিযুক্ত পাচারকারী ইছামতী নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার দৌলতপুর সীমান্তের কালীয়ানি বিএসএফ ক্যাম্পের ৩০০ গজ বিপরীতে বাংলাদেশের সীমানার ভেতর থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতী নদীর তীরে বিপুল পরিমাণ স্বর্ণের চালান অবস্থান করছে।

সেখানে অভিযান চালালে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পাই। তাকে থামতে বলা হলে সে ইছামতী নদী পার হয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়। এসময় সেখানে অভিযান চালিয়ে ইছামতী নদীর তীরে কাদার ভেতর থেকে তিন কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছোট বড় ছয় পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৬২ লাখ টাকা।

উদ্ধারকৃত এই স্বর্ণ ট্রেজারিতে হস্তান্তর করা হবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

—ইউএনবি