March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 10th, 2021, 8:10 pm

বেড়েই চলেছে ইতালির চোট সমস্যা

অনলাইন ডেস্ক :

একের পর এক চোটের আঘাতে জর্জরিত ইতালি দল। বিশ্বকাপ বাছাইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আরেকটি বড় ধাক্কা খেয়েছে তারা। ছিটকে গেছেন ফরোয়ার্ড চিরো ইম্মোবিলে। নিজেদের ওয়েবসাইটে ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি) বুধবার এক বিবৃতিতে জানায়, পেশির চোটে ক্যাম্প ছেড়ে গেছেন ইম্মোবিলে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন সাস্সুয়োলোর ফরোয়ার্ড জানলুকা স্কাম্মাক্কা। ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি ও মিডফিল্ডার নিকোলো বারেল্লারও চোট সমস্যা আছে। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুজনের খেলা নিয়েই রয়েছে সংশয়। চোট পেয়েই গত সোমবার ছিটকে যান রোমার দুই মিডফিল্ডার নিকোলো জানিওলো এবং লরেন্সো পেল্লেগ্রিনি। চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের স্কোয়াডে ডাক পাননি পিএসজির তারকা মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও। কাতার বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচে আগামী শুক্রবার সুইজারল্যান্ড ও ১৫ নভেম্বর নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘সি’ গ্রুপে ৬ ম্যাচে ৪ জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রবের্তো মানচিনির দল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে আছে সুইজারল্যান্ড। ১০ গ্রুপের সেরা ১০ দল সরাসরি পাবে কাতারের টিকেট।