অনলাইন ডেস্ক :
লেবাননের বৈরুতে হামলা বাড়তে থাকায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘সহিংসতার এই চক্র এখনই বন্ধ করতে হবে এবং সব পক্ষকে খাদের কিনারা থেকে সরে আসতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘লেবাননের জনগণ, ইসরায়েলের জনগণ এবং এই বৃহত্তর অঞ্চল একটি সর্বাত্মক যুদ্ধের ভার বহন করতে পারে না।’
নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের (২০০৬) পূর্ণ বাস্তবায়নে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হতে এবং অবিলম্বে শত্রুতা বন্ধ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং আটক সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২