November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 22nd, 2024, 8:26 pm

বোর্ডের রদবদলে স্বস্তি ফিরেছে বিসিবির কর্তাদের মনে

অনলাইন ডেস্ক :

বোর্ডের রদবদলে স্বস্তি ফিরেছে বিসিবির কর্তাদের মনে। হাবিবুল বাশার সুমন তেমনই একজন। দীর্ঘদিন নির্বাচক থাকার পর এখন কাজ করছেন নারী উইং নিয়ে। সেখানে এখন তিনি স্বাধীনভাবেই কাজ করছেন, নিজের মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। সরকার পতনের পর বিসিবির শীর্ষ পর্যায়েও এসেছে পরিবর্তন। রাষ্ট্রীয় ব্যবস্থার মতো বোর্ডেও এসেছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ। বাশার জানান, ‘আমি এখানে বেশ স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমি খুশি। আমি আমার মতো করে পরিকল্পনা করতে পারছি।’

নারী উইংয়ে যোগ দেওয়ার বেশি দিন হয়নি। বাশার এরইমধ্যে ঘরোয়া ক্রিকেট নিয়ে কাজ শুরু করেছেন। তিনি বলেন, ‘আমি মাত্রই যোগ দিয়েছি। এখানে যোগ দেওয়ার পর মেয়েদের খেলা বাড়ানো নিয়ে কাজ করছি। ওরা যেন আরও বেশি ম্যাচ খেলতে পারে। গত বছর এনসিএল হয়নি। এবার শুরু করছি। কারণ ক্রিকেট কখনো জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে নয়। সবাইকে নিয়ে।’

পুরুষ ক্রিকেটের মতো নারী ক্রিকেটকেও দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য বাশারের। আর এজন্য নিজের পরিকল্পনা অনুযায়ী, নিজের মতো কাজ করে যেতে চান এই তারকা। ‘বাংলাদেশে আরও অনেক মেয়ে আছে যারা ক্রিকেট খেলে। তাদের যেন সে সুযোগটা দিতে পারি। আমাদের বয়স ভিত্তিক দলের প্রোগ্রাম আছে, পরিকল্পনা আছে। ঘরোয়া ক্রিকেট আমি এসে দেখেছি সবসময় জুন মাসে হয়। যেটা আসলে খুব ভালো সময় নয়। সেটা যেন সঠিক সময়ে হয়। বেশ কিছু পরিকল্পনা আছে। আমি আমার মতো কাজ করতে পারছি এতে আমি খুশি।’