April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 1st, 2022, 7:23 pm

বোলারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন গিবসন

অনলাইন ডেস্ক :

মাউন্ট মঙ্গানুইয়ে সকালের সেশনটা কাজে লাগিয়ে দাপুটে বোলিং করে গেছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন-শরিফুলদের আধিপত্যে নিউজিল্যান্ড বেশি স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি। প্রথম টেস্টে ২.৯৫ রানরেটে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রানে শেষ করেছে প্রথম দিন। তাইতো দিনশেষে পেস বোলারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন, বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন। বাংলাদেশের উইকেটের তুলনায় পুরো উল্টো চিত্র মাউন্ট মঙ্গানুইয়ের। ফ্ল্যাট উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশের পেসাররা ভালো উইকেটে নিজেদের আগ্রাসন দেখাতে পেরেছেন। এদিন মাঠে গরম থাকাতে বেশিক্ষণ ভেজা ভাবটা থাকেনি। তবে যতক্ষণ ছিল, সুযোগটা বেশ ভালো ভাবেই কাজে লাগিয়েছেন পেসাররা। পেসারদের নিয়ে গর্বিত গিবসন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা বাংলাদেশের উইকেটে ঘাস দেখি না। এটা একটা বিষয়। আমরা ভেবেছিলাম শুরুতে মুভমেন্ট পাবো। সেটা পেয়েছিও। আজ গরমও ছিল। যে কারণে উইকেটের ভেজা ভাবটা বেশিক্ষণ ছিল না। এখন অনেকটা ফ্ল্যাট উইকেট বলা যায়। তবে ছেলেরা যেভাবে বল করেছে, তাতে আমি গর্বিত। ওরা সারাদিন ভালো বল করেছে। মিরাজ একটা প্রান্ত থেকে রান কম দিয়ে বল করে গেছে।’ অপরিচিত ও কঠিন কন্ডিশন হওয়াতেই কোচের আনন্দটা একটু বেশি। পেসারদের নিয়ে তিনি আরও বলেছেন, ‘সব পেসারই ভালো করেছে। এবাদতও ভালো করেছে। ওদের জন্য এই কন্ডিশন কিন্তু অচেনা। আমরা একটু সামনে বল করেছি, সুইং করিয়েছি। দেখা যাবে এমন বোলিংয়ে হয়তো অন্যদিন আরও ২-৩টা উইকেট বেশি পড়েছে। কনওয়ে একটুর জন্য বেঁচে গেছে। তবে এটাই হয় আন্তর্জাতিক ক্রিকেটে। ওদের নিয়ে আমি গর্বিত।’ গিবসন মনে করেন, অন্যতম সেরা দল বলেই পুরো দিন টিকে থাকতে পেরেছে নিউজিল্যান্ড, ‘আমরা সুইং করানো নিয়ে কাজ করেছি। আজ সবাই সুইং করানোর চেষ্টা করেছে। বাংলাদেশে ওরা ব্যাক অব দ্য লেংথে বল করে বেশি। কারণ সেখানে তেমন সুইং থাকে না। আজ আরও বেশি উইকেট পেতে পারতাম। কিন্তু বুঝতে হবে আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছি।’