নিজস্ব প্রতিবেদক :
ঘরের মাঠে দুর্দান্ত হলেও বিদেশের মাটিতে বাংলাদেশের বেশির ভাগ বোলারই কার্যকর নয়। মুস্তাফিজুর রহমানের কথাই ধরা যাক। মিরপুরের মাঠে যাকে বুঝতেই পারেনি অজি ব্যাটসম্যানরা, সেই ফিজ বিদেশের মাটিতে ততটা কার্যকর হয়ে উঠতে পারেন না। যদিও তার এই জায়গায় উন্নতি নিয়ে কাজ করা হচ্ছে। একই কথা প্রযোজ্য সাকিব ছাড়া বাকিদের ক্ষেত্রেও। তরুণ অল-রাউন্ডার শেখ মেহেদী হাসান জানালেন, বিদেশের মাটিতে বোলিংয়ে ভালো করার বিষয়ে তার ভাবনা। রোববার শেখ মেহেদী বলেন, ‘বিদেশের মাটিতে খেলতে গেলে আপনাকে অবশ্যই ভিন্ন ধরনের পরিকল্পনা করতে হবে। বাংলাদেশে আর বিদেশের মাটিতে একই ধরনের পরিকল্পনা সফল হবে না। সে ক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে। আমাদের কোচেরা আছেন, তারা খুব সহায়তা করেন। তারা বলে দেন কোন কন্ডিশনে কেমন বোলিং করতে হবে। সব মিলিয়েই করতে হয়। আসলে কন্ডিশনের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। এখানে কোনো অজুহাতের জায়গা নাই। আপনি ভালো করতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে। চ্যালেঞ্জ নিতে গেলে আপনার কাছে সবসময় বেটার অপশন থাকবে না, উন্নতি করতেই হবে।’ তিনি আরও বলেন, ‘ভিন্ন কন্ডিশনে খেলতে গেলে আপনার মাইন্ড সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ। আবহাওয়াও ভিন্ন থাকে। সে ক্ষেত্রে মানিয়ে নিতে গেলে আপনাকে অবশ্যই বুদ্ধি করেৃ অফস্পিনার হিসেবে বল করতে হয় পাওয়ার প্লে বা পাওয়ার প্লের পরে। ভিন্ন দেশে খেলতে গেলে ডানহাতি ব্যাটসম্যান থাকলে, ডানহাতি বোলার থাকলে সেখানে অফস্পিনারের চান্সটা খুব বেশি নাই। ওইখান থেকেই ওভারকাম করার চেষ্টা করতেছি। ভালো উইকেটে কীভাবে নিজেকে আরো পরিপূর্ণভাবে ব্যবহার করা যায়, কীভাবে উন্নতি করা যায় সেই চেষ্টাই করতেছি। দেশের মাটিতেও আরো উন্নতির জায়গা আছে; যেখানে আরো উন্নতি করতে পারি। উন্নতির আসলে কোনো শেষ নেই। আমি প্রতিদিন আরো উন্নতি করতে চাই।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা