বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বুধবার ভারত ও বাংলাদেশে মধ্যে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে।
বুধবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারিভাবে ছুটি থাকার কারণে আজ সকাল থেকে ভারতের সঙ্গে বন্দর দিয়ে সব আমদানি ও রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেক পোস্টের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হলেও স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারীদের যাতায়াত।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম
সম্পদের অপচয় ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক অটোমেটেড সরকারি আর্থিক সেবা