নিজস্ব প্রতিবেদক:
করোনার প্রকোপে এক মৌসুম পর মাঠে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট লিগ। রোববার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। এদিন উত্তরাঞ্চলের দুই স্পিনার মেহেদী হাসান ও নাসুম আহমেদের ঘূর্ণি জাদুতে ২৬০ রানে অলআউট হয়েছে পূর্বাঞ্চল। তবে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলা মোহাম্মদ আশরাফুল। রাজশাহীতে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল পূর্বাঞ্চল। অধিনায়ক ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুল মিলে ১০১ রানের জুটি গড়েন। ইমরুল ব্যক্তিগত ৪৬ রানে ফিরতেই শুরু হয় নিয়মিত বিরতিতে উইকেট পতন। জাতীয় দলে সীমিত ওভারের নিয়মিত দুই স্পিনার শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ মিলেই পূর্বাঞ্চলের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন আশরাফুল। ১২০ বলে ৮ চারে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। এ ছাড়া শাহাদাত হোসেন দিপু ৩০ ও রেজাউর রহমান রাজা ৩০ রানের ইনিংস খেলেছেন। উত্তরাঞ্চলের হয়ে ৮১ রানে মেহেদী ৫টি এবং ৯৬ রানে নাসুম ৫টি উইকেট শিকার করেছেন। প্রতিপক্ষকে ২৬০ রানে অলআউট করার পর শেষ বিকালে ব্যাটিংয়ে নামে উত্তরাঞ্চল। ২ ওভারে বিনা উইকেটে তিন রানে দিনশেষ করেছে তারা। ২৫৭ রানে পিছিয়ে থেকে সোমবার দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে এনামুল হক বিজয়, ফরহাদ রেজা ও তৌহিদ হৃদয়দের নিয়ে গড়া উত্তরাঞ্চল।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা