অনলাইন ডেস্ক :
এক একটি বিশ্বকাপ আসে আর প্রতিটি আসর ঘিরে স্বপ্নের ফানুস উড়ায় বাংলাদেশ ভক্তরা। কিন্তু কোনো আসরেই ক্রিকেটাররা প্রত্যাশা মেটাতে পারেন না। ভারতে চলমান বিশ্বকাপ ঘিরেও দেখা হয়েছিল বড় স্বপ্ন। দুর্ভাগ্য সামান্যতম লড়াই পর্যন্তও করতে পারেনি সাকিব বাহিনী। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ব্যর্থতার সকল দায় মাথা পেতে নিয়েছেন। পাশাপাশি দিয়েছেন নতুন প্রতিশ্রুতি। অথচ টুর্নামেন্টের শুরুতে প্রথম ম্যাচেই আফগানিস্তানকে বাংলাদেশ উড়িয়ে দিয়েছিল। তারপর লেখা হয়েছে কেবল হতাশার গল্প। সেই গল্প একটু একটু করে কেবল বড়ই হয়েছে। বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসানরা।
এমন ব্যর্থতার পর অধিনায়ক সাকিব থেকে শুরু করে কোচিং স্টাফসহ বিসিবির পরিচালকরা সমালোচনার শিকার হচ্ছেন। সাকিবও এবারের বিশ্বকাপকে স্মরণকালের সবচেয়ে বাজে আসর হিসেবে স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশ দল সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। তার আগে রোববার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পুরো দায় নিয়ে তিনি বলেছেন, ‘কোচ হিসেবে আমি পুরো দায় নিচ্ছি।
কারণ আমরা ভক্ত-সমর্থকদের হতাশ করেছি। নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। ব্যাপারটা হচ্ছে, প্রথম ম্যাচ থেকে এই ম্যাচ পর্যন্ত কিছুই পরিবর্তন হয়নি। আমার মতে প্রত্যাশার চাপ বেশি নিয়ে ফেলেছি। আমাদের সামর্থ্য ছিল ভালো ক্রিকেট খেলার। বিশ্বকাপে আসার আগে আমরা সেটা দেখিয়েছি।’ এরপরই হাথুরুসিংহে বাংলাদেশের চিরাচরিত কথাটি বলেছেন, বিশ্বকাপের পর তার আসল কাজ শুরু হবে। গত সাত মাসে তার নাকি করার কিছু ছিল না, ‘দলটা যে অবস্থায় ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ। আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।’
হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হওয়ার পর মাঠের বাইরের অনেক কিছু নিয়ে তাকে সমালোচিত হতে হয়েছে। সর্বশেষ তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়েছিল। সেখানে কোচের ইন্ধন আছে বলেও গুঞ্জন রয়েছে। হাথুরুসিংহে অবশ্য দাবি করেছেন, মাঠের বাইরের অনেক কিছু তার নিয়ন্ত্রণের বাইরে ছিল, ‘দেখুন আমি সাত মাস আগে কাজ শুরু করেছি। আমার হাতে কেবল সাত মাস সময় ছিল। এর মাঝে বেশ কিছু জিনিস ঘটেছে যা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা কিংবা ভাবার সঠিক সময় নয়। ’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা