November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 31st, 2022, 7:44 pm

ব্যাংককে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে

অনলাইন ডেস্ক :

এএইচএফ কাপ চ্যাম্পিয়ন হওয়ায় সরাসরি এশিয়ান গেমসে খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় হকি দলের। কিন্তু সেটা আর হচ্ছেনা, খেলতে হবে বাছাইপর্ব। জুনে এশিয়া কাপের আগে থাইল্যান্ডের ব্যাংককে ৬ মে থেকে এশিয়ান গেমসের বাছাইয়ে খেলতে হবে জিমি-আশরাফুলদের। স্বাগতিক চীনসহ আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে এশিয়ার শীর্ষ পাঁচ দেশ সরাসরি এশিয়ান গেমসে খেলবে। এশিয়া র‌্যাংকিংয়ে বাংলাদেশ অষ্টম অবস্থানে থাকায় এশিয়ন গেমসের বাছাইয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে। বাছাই টপকে ছয় যাবে এশিয়ান গেমসের মূল পর্বে। হঠাৎ করেই এশিয়ান হকি ফেডারেশনের এই সিদ্ধান্তে কিছুটা বিস্মিত বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন,’গত ২২ মার্চের দিকে বিষয়টি আমাদেরকে জানিয়েছিল। এতে আমরা কিছুটা অবাকই হয়েছি। এখন আমাদের সেভাবে পরিকল্পনা সাজাতে হবে। ‘কয়েকদিন আগেই ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টানা চতুর্থ বারের মত এই শিরোপা ঘরে তুলেছে সারোয়ার-জিমিরা।