অনলাইন ডেস্ক :
এই শুটিং করতে গিয়ে গরুর ধাওয়া খেতে হয়েছে পুরো টিমকে। রোদে পুড়ে ঘামে ভিজে টানা শুটিং করতে গিয়ে অসুস্থ হয়েছেন হাবু ভাই তথা অভিনেতা চাষী আলম। টানা ৩৩ ঘণ্টা শুটিং করলেন নির্মাতা কাজল আরেফিন অমি ও টিম ‘ব্যাচেলর’। ৯ জুন বিকাল ৫টায় সেই শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। ‘‘ব্যাচেলর’স কোরবানি’’ নাটকটির জন্যই তাদের এই বিরামহীন। শুধু কী ঘণ্টার হিসাব; এই শুটিং করতে গিয়ে গরুর ধাওয়া খেতে হয়েছে পুরো টিমকে। রোদে পুড়ে ঘামে ভিজে টানা শুটিং করতে গিয়ে অসুস্থ হয়েছেন হাবু ভাই তথা অভিনেতা চাষী আলম। অমি বলেন, ‘যেহেতু ঈদের সিঙ্গেল কাজ তাই টানা শুটিং করে শেষ করলাম। শুটিং শেষে হিসাব করলাম, টানা ৩৩ ঘণ্টা কাজ করেছি আমরা। চাষী ভাই হালকা অসুস্থ হয়েছেন। তবে বিশ্রাম নিয়ে তিনি আবারও মাঠে যোগ দিয়েছেন। এরমধ্যে গরুর ধাওয়াও খেতে হয়েছে আমাদের। শক্তিশালী টিম ছাড়া টানা এত ঘণ্টা শুটিং করা কারও পক্ষে সম্ভব না। লম্বা সময় শুটিং হলেও কারও মধ্যে আন্তরিকতা বা এনার্জির কমতি দেখিনি। এটাই বড় কথা।’ অমি জানান, কোরবানির বিষয়বস্তু নিয়ে এবারের প্রজেক্ট। যেখানে দেখা যাবে, ব্যাচেলররা কীভাবে কোরবানির গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে; এর সঙ্গে নাটকের চরিত্রগুলোর কে কী করেন এসব কিছু উঠে আসবে বিশেষ এ নাটকে। জানা গেছে, এবারের নাটকে ব্যাচেলররা সবাই গরুর ব্যবসায় নামে! যথারীতি এবারও থাকছে শুভ, হাবু, শিমুল, কাবিলা, পাশা ভাইসহ প্রায় সবগুলো চরিত্র। বরাবরের মতোই মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ। সঙ্গে থাকছেন সানজানা সরকার রিয়া, পারসা ইভানা, সাবিলা নূর প্রমুখ। নতুন এ কিস্তিটি দেখা যাবে কোরবানির ঈদের দিন ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে। উল্লেখ্য, ‘‘ব্যাচেলর’স পয়েন্ট’’ ধারাবাহিক নাটকের মাধ্যমে পরিচিতি পায় চরিত্রগুলো। তুমুল জনপ্রিয়তা পাওয়ায় এসেছে এর সিক্যুয়েল। এ ছাড়া ঈদের জন্য তৈরি হয় বিশেষ নাটক। আর গত মার্চ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’-এর প্রচার শুরু হয়েছে। ইতোমধ্যে ৩৬টি পর্ব প্রচার হয়েছে। জনপ্রিয়তাও পেয়েছে বেশ।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ