নিজস্ব প্রতিবেদক:
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ব্যাটারদের দৃঢ়তায় রেকর্ড বইয়ে বেশ কিছু জায়গায় নাম উঠেছে বাংলাদেশের। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ দশমিক ২ ওভার ব্যাট করছে বাংলাদেশ। যা নিজেদের টেস্ট ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ওভার ব্যাট করার রেকর্ড। টেস্টের এক ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ১৯৬ ওভার ব্যাট করেছে। সেটি ২০১৩ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে। তবে এবার নিজেদের টেস্ট ইতিহাসে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ওভার ব্যাট করার নয়া রেকর্ড গড়লো বাংলাদেশ। আগেরটি ছিলো ২০১৭ সালে, ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৫২ ওভার। ২০০৯ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে কোন সফরকারী দল হিসেবে বাংলাদেশ ১৭৬ ওভারের বেশি ব্যাট করলো। ২০০৯ সালে সর্বশেষ ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের মাটিতে ১৯৩ দশমিক ২ ওভার ব্যাট করেছিলো পাকিস্তান। ম্যাচটি ড্র হয়েছিলো। এরপর ২০১৩ সালে ইংল্যান্ড ১৭০ ওভার, ২০১৯ সালে ইংল্যান্ড ১৬২ দশমিক ৫ ওভার, ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ১৬২ দশমিক ১ ওভার ব্যাট করে। এই টেস্টের প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নিয়েছিলো বাংলাদেশ। ২০১৯ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে কোন সফরকারী দলের প্রথম ইনিংসে সর্বোচ্চ লিড। ২০১৯ সালে ১০১ রানের লিড পেয়েছিলো ইংল্যান্ড। অ্যাওয়ে টেস্টে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১৩০ রানের লিড, বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ লিডটি হলো- ১৯২ রানের। ২০২১ সালে জিম্বাবুয়ে সফরে প্রথম ইনিংসে ব্যাট করে ১৯২ রানের লিড নিয়েছিলো বাংলাদেশ। আর ম্যাচের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের লিডটি ২৯৫ রানের। সেটি দেশের মাটিতে ২০২০ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম আট ব্যাটারই ৫০এর বেশি বল খেলেছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে প্রথম আট ব্যাটারই ৫০এর বেশি বল মোকাবেলা করার প্রথম ঘটনা। প্রথম ইনিংসে ৪৫৮ রান করে বাংলাদেশ। ২০১০ সালের পর সফরকারী দল হিসেবে চতুর্থবারের মত নিউজিল্যান্ডের মাটিতে ৪শ রান করলো বাংলাদেশ। বাংলাদেশের মত অস্ট্রেলিয়াও চারবার চারশর বেশি রান করে, এরমধ্যে তিনবার পাঁচশর বেশি রান ছিলো অসিদের। তবে অস্ট্রেলিয়া খেলেছিলো ৪টি টেস্ট, বাংলাদেশ খেলে ৬টি টেস্ট। প্রথম ইনিংসে বাংলাদেশকে অলআউট করতে ৮৯০ বল লেগেছে নিউজিল্যান্ডের পেসারদের। ২০০০ সালের পর প্রতিপক্ষের ১০ উইকেট নিতে কোন দলের পেসারদের, এই ৮৯০ বলই সর্বোচ্চ ডেলিভারির নয়া রেকর্ড। এমনকি ২০০৬ সালের পর প্রতিপক্ষের বিপক্ষে কোন দলের পেসারদের এই ৮৯০ ডেলিভারি, দ্বিতীয় সর্বোচ্চ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা