April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 6:56 pm

ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধে হার্ডলাইনে যাচ্ছে সিসিক

ফাইল ছবি

জেলা প্রতিনিধি, সিলেট :
উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে অভিযানে নামছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
আগামী সোমবার (৮ নভেম্বর) থেকে নগরের সড়কে ব্যাটারিচালিত বাহন বন্ধে অভিযান নামবে সিসিক।
সোমবার (১ নভেম্বর) সকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৬ সালের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের যৌথ বেঞ্চ সিলেট নগরীতে ব্যাটারিচালিত বাহন বন্ধের নির্দেশ দেন। তবে সিলেট ট্রাফিক পুলিশ ও সিসিক নিয়মিত অভিযান চালালেও এসব অবৈধ বাহন বন্ধ করা সম্ভব হয়নি।
বরং দিন দিন এসব যানের সংখ্যা বেড়েই চলছে। তাই সিলেট মহানগরী এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম চলাচলের বন্ধে ব্যাপারে আগামী ৮ নভেম্বর থেকে উচ্চ আদালতের নির্দেশে অভিযানে নামবে সিসিক।
সিসিকের এমন নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।