অনলাইন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে ক্যারিবীয় ব্যাটিং-দানব ক্রিস গেইল এখন ঢাকায়। রোববার বেলা ১১টায় তিনি ঢাকায় পা রেখেছেন। অবশ্য তার আসার কথা ছিল ২৪ জানুয়ারি। মূলত কানেক্টিং ফ্লাইটের কারণে আগেভাগে বিমানে চড়ে বসেন ইউনিভার্স খ্যাত গেইল। গেইল করোনা পরীক্ষা করেই এসেছেন। বাংলাদেশে পা রাখার পরও করোনা পরীক্ষা হয়েছে। ফল নেগেটিভ এলে সরাসরিই দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবীয় কিংবদন্তি। ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাবেন গেইল। এই দলে রয়েছেন সাকিব আল হাসানও। গেইলকে ছাড়া এরইমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে বরিশাল। সেই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জিতে শুভসূচনা করেছে সাকিব আল হাসানের দল। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকার। সেই ম্যাচেই বরিশালের একাদশে দেখা যেতে পারে গেইলকে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা