অনলাইন ডেস্ক :
মমিনুল হককে অধিনায়ক করার পর দেশের ক্রিকেটে বৈপ্লবিক কোনো পরিবর্তন তো হয়নি, বরং বাংলাদেশ হারিয়েছে একজন সেরা টেস্ট ব্যাটারকে। যিনি দেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান, সেই মমিনুল অধিনায়ক হওয়ার পর যেন ব্যাট করতে ভুলেই গেছেন। বিশেষজ্ঞদের মতে, নেতৃত্বের চাপেই মমিনুলের এই হাল। মমিনুলের নেতৃত্ব নিয়ে ভাবছে বিসিবিও। গত সোমবার মিরপুর শের-ই-বাংলায় সাংবাদিকদের বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘অধিনায়কত্ব বাড়তি একটা চাপ অবশ্যই। ব্যাটিং করার সময় সে রান না পাওয়ায় হয়তো বাকিদের অনুপ্রাণিত করতে সমস্যা হচ্ছে। যেহেতু রান করছে না, একটা হীনম্মন্যতা থাকতে পারে। সেটা থেকেই হয়তো চাপ বেশি হয়ে যাচ্ছে। ব্যাটিংয়েও এর একটা প্রভাব পড়তে পারে। হয়তো সে সিদ্ধান্ত নেবে কোনটা হলে ওর ভালো হয়। এটা নিয়েই আমাদের সঙ্গে বসার কথা আছে। প্রেসিডেন্ট সাহেব আসুক, এটা নিয়ে আলাপ করব। ‘জালাল ইউনুসের কথাতেই পরিষ্কর যে, মমিনুলের ক্যাপ্টেন্সি নিয়ে একটা সিদ্ধান্ত হলেও হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট শেষে মমিনুল তার অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বৈঠক করেছিলেন। আরো একবার সেই বৈঠক হবে। মমিনুলকে অধিনায়ক করেই উইন্ডিজ সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। কিন্তু জালাল ইউনুসের কথায় বোঝা গেল, সেই দলের নেতৃত্বে পরিবর্তন আসতেও পারে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা