April 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 19th, 2021, 7:20 pm

ব্যাটিং পজিশন পরিবর্তন করতে চান কোহলি

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন। তবে সেটা বিশ্বকাপের পর কার্যকর হবে। আর চলতি বিশ্বকাপে ভারত অধিনায়ক বিরাট কোহলির আরেকটি জিনিস পরিবর্তন হতে যাচ্ছে। সেটা হলো ব্যাটিং পজিশন। দুর্দান্ত ব্যাটসম্যান হিসেবে কোহলিকে টি-টোয়েন্টিতে ওপেন করানো হতো। আইপিএলেও তাই। কিন্তু চলতি বিশ্বকাপে তিনি ওপেন না করার সিদ্ধান্ত নিয়েছেন। সদ্য সমাপ্ত আইপিএলে ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করা করা কোহলির পারফর্মেন্স সুবিধাজনক নয়। শেষ দশ ইনিংসে মাত্র দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল। দল বিদায় নিয়েছে এলিমিনেটর থেকে। আর পাওয়ার প্লের শেষে দলের চাহিদামতো কোহলি তার ইনিংসের গতি বাড়াতে পারেননি। এসব কারণেই নাকি কোহলি ইনিংস উদ্বোধন না করার সিদ্ধান্ত নিয়েছেন। কোহলির এমন সিদ্ধান্তের পর রোহিত শর্মার সম্ভাব্য সঙ্গী হতে যাচ্ছেন লোকেশ রাহুল। সদ্য সমাপ্ত আইপিএলে পাঞ্জাবের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ওপেনার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪২ বলে ৯৮ সহ করেছেন ৪টি ফিফটি। সবগুলোতেই স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত। আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহের (৬২৮) পাশাপাশি এবার সর্বোচ্চ ছক্কাও হাঁকিয়েছেন লোকেশ রাহুল (৩০টি)। নিজের ব্যাটিং লাইনআপ পরিবর্তন নিয়ে বিরাট কোহলি বলেছেন, ‘দেখুন, আইপিএলের আগের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন ছিল। কিন্তু এখন টপ অর্ডারে রাহুলকে ছাড়া আপনি অন্য কাউকে ভাবতেই পারবেন না। আর রোহিত শর্মার পজিশন নিয়ে কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। সে বিশ্বসেরা ব্যাটসম্যান। ওপেনিংয়ে তার জায়গা সব সময় নিশ্চিত।’