April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 5th, 2022, 8:44 pm

ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন এক ম্যাচ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

গত মৌসুমের এক ঘটনায় শাস্তি পেলেন রিশার্লিসন। এভারটন ছেড়ে টটেনহ্যাম হটস্পারে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার খেলতে পারবেন না নতুন মৌসুমের প্রথম ম্যাচে। গত মৌসুমের শেষ দিকে চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে গোল করার পর ফ্লেয়ার ছুঁড়ে মারেন রিশার্লিসন। ওই ঘটনায় ২৫ বছর বয়সী তারকাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সেই সঙ্গে ২৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। এক বিবৃতিতে মঙ্গলবার রিশার্লিসনকে শাস্তি দেওয়ার কথা নিশ্চিত করে এফএ। মে মাসে গুডিসন পার্কে হওয়া ম্যাচটি লিগ টেবিলে সেরা চারের লড়াইয়ে এগিয়ে থাকতে চেলসির জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে অবনমন এড়াতে এভারটনের সামনেও জয়ের বিকল্প ছিল না। রিশার্লিসনের একমাত্র গোলে ১-০ তে জেতে এভারটন। ওই ম্যাচের ৪৬তম মিনিটে গোলের পর মাঠে পড়ে থাকা ফ্লেয়ার গ্যালারির দিকে ছুঁড়ে মেরে বিতর্কের জন্ম দেন ব্রাজিলিয়ান তারকা। এফএ জানিয়েছে, এমন আচরণ করা ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন রিশার্লিসন।