অনলাইন ডেস্ক :
ব্রাজিলের দক্ষিণের ব্লুমেনাউ নগরীতে এক ব্যক্তি ছোট কুঠার হাতে একটি কিন্ডারগার্টেনে হামলা চালায়। এতে অন্তত চার শিশু নিহত হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এ ছাড়া চার শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় ‘ক্যানটিনহো বুম পাস্তোর নার্সারিতে’ প্রায় ৪০টি শিশু ছিল। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ২৫ বছর বয়সের ওই হামলাকারী ওই কিন্ডারগার্টেনে প্রবেশ করে। হামলাকারী ওই যুবক পরে আত্মসমর্পণ করেন এবং তিনি পুলিশের হেফাজতে আছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সেনা পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, হামলাকারী নিজেই নগরীতে তাদের একটি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে। ফায়ারফাইটারের পক্ষ থেকে ঘটনার বর্ণনায় বলা হয়, হামলাকারী প্রাচীর টপকে ব্যক্তিমালিকানায় পরিচালিত ওই কিন্ডারগার্টেনে প্রবেশ করে এবং নির্বিচারে কুঠার চালায়। গণমাধ্যমে এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে অভিভাবকরা ওই কিন্ডারগার্টেনে ছুটে যান। এ হামলার পর নগর কর্তৃপক্ষ বৃহস্পতিবার পর্যন্ত ব্লুমেনাউ নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। রাজ্যের গভর্নর তিন দিনের শোক ঘোষণা করেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এ ঘটনায় গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। সান্তা ক্যাটারিনা রাজ্যে কিন্ডারগার্টেন হামলার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালে ১৮ বছরের এক যুবক সাউদাদেস পৌরসভায় একটি নার্সারিতে হামলা চালিয়ে দুইজন কর্মী এবং তিনটি শিশুকে হত্যা করে। গত বুধবারের এ ঘটনার মাত্র ১০ দিন আগে সাও পাওলোতে এক কিশোর শিক্ষার্থী স্কুলে তার একজন শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করে। যে ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তিন লাখ ৬০ হাজার মানুষের নগরী ব্লুমেনাউ পর্যটকদের কাছে ভ্রমণের জনপ্রিয় স্থান।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২