March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 31st, 2022, 12:33 pm

ব্রাজিলে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, নিহত কমপক্ষে ১৯

অনলাইন ডেস্ক :

প্রবল বৃষ্টি কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে রবিবার কমপক্ষে ১৯ জনের প্রাণহানি হয়েছে। সৃষ্ট এই দুর্যোগের কারণে প্রায় ৫ হাজার পরিবার তাদের ঘর-বাড়ি হারিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

রাজ্য সরকারের তথ্য অনুসারে, এমবু দাস আর্টেস শহরে ভূমিধসে একই পরিবারের তিনজন মারা গেছে। এছাড়া দমকলকর্মীরা আরও চারজনকে উদ্ধার করেছে।

সাও পাওলো রাজ্যের গভর্নর জোয়াও ডোরিয়া বলেছেন, ফ্রান্সিসকো মোরাতোতে চার শিশু মারা গেছে।

রাজ্য সরকার জানিয়েছে, ফ্রাঙ্কো দা রোচায় আরও চারজন মারা গেছে। রিবেইরো প্রেটো এবং জাউতেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, বন্যার পানিতে ভেসে যাওয়া লোকদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার রাজ্যের গভর্নর জোয়াও ডোরিয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ২ কোটি ৮০ লাখ মাকিন ডলার সহায়তার ঘোষণা দেন।

রাজ্য সরকার জানিয়েছে, বেশ কয়েকটি সড়ক ও মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

বৃষ্টির কারণে সাও পাওলো শহরে করোনভাইরাসের নির্ধারিত টিকাদান কার্যক্রম বাতিল করা হয়েছে।

চলতি বছরের শুরুতে দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস প্রদেশে ভারি বর্ষণে ১৯ জন মারা গেছে।