September 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 13th, 2022, 8:28 pm

ব্রাহ্মণবাড়িয়ার কুখ্যাত খুন, অস্ত্র ও মাদক ব্যবসায়ী সেই জুয়েল গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪- সিপিসি ৩ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার জুয়েল মিয়া (৩০) জেলার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের মরহুম আবুল বাশারের ছেলে।
রোববার ১২ জুন দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের দিক নির্দেশনায়, গোপন সংবাদের ভিক্তিতে ১১ জুন শনিবার বিকেলে কুমিল্লা জেলার কান্দিরপাড় এলাকায় ভাড়া বাসা থেকে অস্ত্র ব্যবসায়ী জুয়েলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েলের স্বীকারোক্তি মতে শনিবার গভীর রাতে তার চকবস্তা গ্রামের তার নিজ ঘর থেকে একটি বিদেশী রিভালবার, ২ রাউন্ড গুলি এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়নগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় ১৫টি হত্যা ও মাদক মামলা রয়েছে। সে ৫টি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।