May 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 26th, 2022, 7:36 pm

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাল বিনষ্ট ও জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলায় উন্মুক্ত জলাশয়ে জগৎ বের জালের মাধ্যমে মাছ শিকার করায় জাল ও জালের মালিক পক্ষের ২ জনকে আটক করা হয়। ”

দেশীয় মাছের বংশ করতে দেবনা ধ্বংস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার চম্পকনগর ইউপির চম্পকনগর বাজার আলিয়াজুরী নদীর উত্তরপার্শে অবস্থিত। এটি একটি উন্মুক্ত জলাশয়। দেশীয় মাছের বিস্তার ও প্রজননে এ জলাশয়ের ভূমিকা অপরিসীম। কিছু অসাদু ব্যক্তি দেশীয় মাছের বংশ করিতেছে ধংস গোপনে এ সংবদ প্রাপ্তের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান উক্ত নদীতে থানা পুলিশের সহায়তায় এক অভিযান পরিচালনা করে। মাছের বংশ নির্বংশ করা জগৎ বের জাল দুইটির দৈর্ঘ্য আনুমানিক ১২০০ মিটার যাহার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা তা আটক করে জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয় এবং এ জগৎ বের জালের মালিক পক্ষ মো: শহীদ মিয়া মো: শাহজাহান মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, অভিযান শেষে উপজেলা পরিষদের সামনে উন্মুক্ত স্থানে জব্দকৃত জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। তিনি আরো জানান, দেশীয় মাছের বংশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।