April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 27th, 2021, 9:08 pm

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবদলের মিছিলে বাধা দেওয়ায় পু্লেিশর সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ওই মিছিলে বাধা দেয় পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়ন এলাকার অনন্তপুরে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই বিক্ষোভ করে আসছেন পদবঞ্চিতরা। সোমবার (২৭ সেপ্টেম্বর) নতুন কমিটির আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া নেতাকর্মীদের নিয়ে শোডাউনের প্রস্তুতি নিলে পৌর শহরে অবস্থান নেন বিক্ষুব্ধ পদবঞ্চিত নেতাকর্মীরা। সকালে বিনাউটি ইউনিয়নের আদ্রা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বের করা হয় নতুন কমিটির আনন্দ মিছিলটি। কিছুদূর যাওয়ার পর দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেট নিক্ষেপ করে। জানা যায়, সংঘর্ষে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, সময় টিভির চিত্র সাংবাদিক জুয়েলুর রহমান ও মোহনা টিভির কসবা প্রতিনিধি হারুনুর রশীদ ঢালীসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমুকে আটক করে। কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া বলেন, নতুন কমিটি গঠন করায় আমরা নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল বের করি। পুলিশ বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। পুলিশের হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের ৫/৭ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, যুবদলের পদধারীরা একটি মিছিল বের করতে চেয়েছিল। উপজেলা সদর থেকে দূরে অনন্তপুরে তারা মিছিলটি বের করলে দুই গ্রুপের সংঘর্ষের শঙ্কায় পুলিশা বাধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।