July 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 5th, 2024, 8:52 pm

ব্রিটেনের পার্লামেন্টে লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠতা, নতুন প্রধানমন্ত্রী স্টারমার

সিনহুয়া, লন্ডন :

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি।

শুক্রবার (৫ জুলাই) সকালে স্কাই নিউজ জানায়, পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৪৬৭টি আসনের ফল ঘোষণা করা হয়েছে; যার মধ্যে লেবার পার্টি পেয়েছে ৩২৬টি আসন।

এদিকে কোনো সংবাদ মাধ্যমে ফল ঘোষণা হওয়ার আগেই নির্বাচনে পরাজয় স্বীকার করে নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বিবিসি, আইটিভি ও স্কাই নিউজের বুথফেরত জরিপে ফল ঘোষণার কয়েক ঘণ্টা আগের পূর্বাভাসে বলা হয়েছিল, লেবার পার্টি ৪১০টি আসনে বিশাল জয় পাবে, অন্যদিকে কনজারভেটিভদের আসন সংখ্যা ১৩১টিতে নেমে আসবে।

সুনাক বলেন, ‘লেবার পার্টি এই সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে এবং আমি স্যার কেয়ার স্টারমারকে ফোন করে তার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ জনগণ আজ রাতে একটি রায় দিয়েছে যা থেকে অনেক কিছু শেখার আছে… আর হারের দায় আমি নিচ্ছি।’

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর স্টারমারের ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পথ প্রশস্ত করতে সুনাক শিগগিরই পদত্যাগের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

লেবার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরে সেন্ট্রাল লন্ডনে জনতার উদ্দেশে স্টারমার বলেন, “আমরা পেরেছি। আপনারা এর জন্য প্রচারণা চালিয়েছিলেন, এর জন্য লড়াই করেছিলেন- এবং জয় এসেছে। ‘পরিবর্তন এখন শুরু।’”

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ জনগণকে পরীক্ষা করে দেখতে হয়েছিল যে আমরা তাদের স্বার্থ রক্ষা করতে পারি কি না এবং এটি এখনই থামবে না।’

স্টারমার বলেন, ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি না, যে এটি সহজ হবে। কিন্তু যখন চলা কঠিন হয়ে উঠবে, মনে রাখতে হবে আজকে রাতের কথা।’