অনলাইন ডেস্ক :
পিএসজির হয়ে অভিষেকের আনুষ্ঠানিকতা সেরেই লিওনেল মেসিকে চলে যেতে হয়েছিল জাতীয় দলের দায়িত্ব পালন করতে। তার প্রিয়বন্ধু নেইমারও জাতীয় দল নিয়ে ব্যস্ত। বিশ্বকাপ বাছাইপর্ব খেলার জন্যই মূলত পিএসজির সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি মেসি ও নেইমার। তবে আর দুই দিন পরেই দুই মহাতারকাকে দেখা যাবে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের দল ক্লাব ব্রুজের মুখোমুখি হবে পিএসজি। ওই ম্যাচে দেখা যাবে মেসি ও নেইমারকে। এক সংবাদ সম্মেলনে পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার মেসি-নেইমারকে ছাড়াই নবাগত ক্লেহমোঁকের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে পিএসজি। অভিষেক ম্যাচে নেইমারের বদলি হিসেবে নেমেছিলেন মেসি। বুধবার মেসি-নেইমার-এমবাপ্পে তিনজনকেই একসঙ্গে দেখা যেতে পারে। পচেত্তিনো বলেছেন, ‘তারা প্যারিসে ফিরেছে শুক্রবার রাতে এবং শনিবার অনুশীলন করেছে। আমি খুশি, কারণ তারা ক্লান্ত হলেও তাদের কোনো শারীরিক সমস্যা নেই। বুধবারের ম্যাচের জন্য তারা দলে থাকবে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা