April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 10th, 2023, 7:32 pm

‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে খুলছে মধুমিতা হল

অনলাইন ডেস্ক :

প্রায় দুই মাস সাময়িক বন্ধ থাকার পর মধুমিতা সিনেমা হল ফের চালু হচ্ছে। ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা দিয়ে ফের চালু হচ্ছে রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন এই সিনেমা হলটি। ১৩ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানিয়েছেন, ‘‘ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকের বেশ উন্মাদনা ছিল। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও তেমন চলছিল না। সব মিলিয়ে হল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। নতুন বছরে চেয়েছি ভালো একটি সিনেমা দিয়ে হল খুলতে। আমার কাছে ‘ব্ল্যাক ওয়ার’ তেমনই একটি সিনেমা। শুভ-ঐশীর সিনেমা দিয়ে হলটি খোলার সিদ্ধান্ত নিয়েছি। হল বন্ধ থাকাকালীন আধুনিকায়নের কিছু কাজ করেছি। আশা করছি, দর্শক এখন নতুন পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন।’’ গেল বছরের (১৮ নভেম্বর) সামায়িকভাবে বন্ধ হয়েছিল মধুমিতা প্রেক্ষাগৃহটি। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সিনেমা হলটি এখনও ঢাকার সিনেমাপ্রেমী দর্শকের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র। হলটিতে বর্তমানে ১টি প্রদর্শনী কক্ষের মাধ্যমে সিনেমা দেখানো হয়। এতে একসঙ্গে ১২০০ জনের মতো দর্শক সিনেমা উপভোগ করতে পারেন। আরিফিন শুভর পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। পরিচালনা করেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।